যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্যের সাথে ওজোপাডিকোতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ওজোপাডিকো’র সদর দপ্তরসহ আওতাধীন সকল ভবনে বাংলাদেশ ফ্লাগ রুলস অনুসরণ করে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে দিবসটির উদযাপন কার্যক্রম শুরু হয়। এরপর সকাল ৭.৩০ মিনিটে শহীদ হাদিস পার্কে স্থাপিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ওজোপাডিকো’র নির্বাহী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও নির্বাহী পরিচালক ( প্রশাসন)(অ.দা.) প্রকৌ: মোঃ আখেরুল ইসলাম। দিবসটিকে কেন্দ্র করে সকাল সাড়ে নয়টায় ওজোপাডিকো’র সদর দপ্তরের সভাকক্ষ সংলাপ-১ এ ‘বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান প্রকৌ: (ইএসসিএস) মো: আবু হাসানের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওজোপাডিকো’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ: এ.এইচ.এম. মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক (পরিচালন) ও নির্বাহী পরিচালক (অর্থ)(অ.দা.) প্রকৌ: মোহাঃ শামছুল আলম ও নির্বাহী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও নির্বাহী পরিচালক (প্রশাসন)(অ.দা.) প্রকৌ: মোঃ আখেরুল ইসলামসহ ওজোপাডিকো’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আলোচনা সভায় অতিথিগণ বাংলা ভাষার ইতিহাস, ঐতিহ্য, বাংলা ভাষার প্রতি পাকিস্তানি শাসক গোষ্ঠীর মনোভাব, ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান ইত্যাদি বিষয়ে আলোচনা করেন এবং ভাষা আন্দোলনে শহিদ সকলকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। আলোচনা অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহিদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS